বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রীয় বিদায়ী রাষ্ট্রদুত মার্শা স্টিফেনস বুলম বার্নিকাট।
গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চায়। এবারও তার ব্যতিক্রম কোন অবস্থান নেই। পাঁচ বছর ধরে বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বক্তব্য নিয়ে বরাবর সরকার সমালোচনা করে আসছে। বিশেষ করে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন নিয়ে সরকার ও যুক্তরাষ্ট্রের অবস্থান ছিলো বিপরীত মেরুতে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সে সময় সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। তবে আওয়ামী লীগ সংবিধানের বাহিরে গিয়ে বিএনপির দাবি মানতে রাজি ছিল না। যার ফলশ্রুতিতেই বিএনপি-জামাত জোট ভোট বর্জন করেন।