আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাবহুল কনসার্ট ‘গর্বিত বাংলাদেশি’। এ আয়োজনে অংশ নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস ও তার ব্যান্ড নগরবাউল, মাকসুদ ও ঢাকা, কণ্ঠশিল্পী মেহরীন ও হার্ডরক ও মেটাল ঘরানার ব্যান্ড আর্টসেল। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করেছে আইআরবি ইভেন্ট লিমিটেড। আয়োজকরা জানান, আইআরবি ইভেন্ট শুরু থেকে নগরবাসীকে বিনোদন দিতে কাজ করে যাচ্ছে। আগেও তারা বেশ কিছু কনসার্টের আয়োজন করেছে। তার ধারাবাহিকতায় এবার ‘গর্বিত বাংলাদেশি’ লাইভ কনসার্টের আয়োজন। আয়োজকরা আরও জানান, আজ বেলা ৩টায় শুরু হবে কনসার্ট। চলবে রাত ১০টা পর্যন্ত। গানের পাশাপাশি এ আয়োজনে বর্তমান সরকারের সফলতা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্ট দেখতে পাবেন। অনেক দিন পর বর্ণাঢ্য আয়োজনে ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে, যা সঙ্গীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেন তারা। সূত্র : সমকাল