আজ মঙ্গলবার দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর টেস্ট ট্রান্সমিশন শুরু হচ্ছে। টেস্ট ট্রান্সমিশন সফল হলে চলতি মাসের শেষ দিকে বা অক্টোবর মাসের মাঝামাঝি বাণিজ্যিকভাবে সমপ্রচার শুরু করার প্রস্তুতি নিবে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল)। দেশে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সরাসরি সমপ্রচারের মাধ্যমে প্রথমবারের মতো ট্রান্সমিশন করবে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো সরাসরি সমপ্রার করবে। বিকাল ৪ টায় নেপাল-পাকিস্তান ও সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ-ভূটানের মধ্যকার খেলা দেখানো হবে। গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উেক্ষপিত হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের খেলা দেখানোর মাধ্যমে আমরা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ট্রান্সমিশনে যাচ্ছি।এটা টেস্ট ট্রান্সমিশন। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কতটা নিখুঁতভাবে সেটা ট্রান্সমিট করতে পারে তা দেখা হবে। ড. শাহজাহান মাহমুদ জানান, টেস্ট ট্রান্সমিশন সফল হওয়ার পরে এই মাসের শেষ দিকে বা অক্টোবর মাসের মাঝামাঝি বাণিজ্যিকভাবে সমপ্রচারে যেতে পারে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।