ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু ১০ জানুয়ারি থেকে। তার ৪৮ ঘন্টা আগে আগামীকাল (শুক্রবার ৮ জানুয়ারি) থেকে হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। শুধু টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর তরুণ অফস্পিনার নাইম হাসান দুই-তিনদিন পর ঐ সুরক্ষা বলয়ে ঢুকবেন।
এদিকে জৈব সুরক্ষা বলয়ের আগে ওয়ানডে (২৪) আর টেস্ট (২০) সিরিজের জন্য প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ক্রিকেটারের সবার কোভিড টেস্ট হবে। শুধু অনুশীলনের জন্য প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারই নয়, সব ভিনদেশি কোচিং স্টাফ, হেড কোচ থেকে শুরু করে কম্পিউটার অ্যানালিস্ট পর্যন্ত সবার কোভিড টেস্ট হবে।
শেরে বাংলার মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল সোনারগাঁর যে সব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবেন- তাদের সবার নমুনা নেয়া হয়ে গেছে বুধবারের মধ্যেই। আজ বৃহস্পতিবার কোভিড টেস্ট অর্থাৎ নমুনা নেয়া হচ্ছে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের।
সকালে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা আগের মতই ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের নিজ নিজ বাসা থেকে নমুনা সংগ্রহ করছি। আর যারা ঢাকায় স্থায়ী নন, তাদের নমুনা নেয়া হচ্ছে বিসিবি একাডেমি ভবন থেকে।’
দেবাশীষ চৌধুরী আরও জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) রাত ১১টা নাগাদ সবার রিপোর্ট পাওয়া যাবে। করোনা নেগেটিভরা শুক্রবারই হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।