সুন্দরের মৃত্যু যদিও কাম্য নয় কখনোই, তবে হয়েছে ঠিক তাই। ইরাকের রাজধানী বাগদাদে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন সাবেক মিস বাগদাদ তারা ফারেজ।
২২ বছর বয়সী এই সুন্দরীকে গত বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন ফারেজ। কারণ ইরাকে নারীদের স্বাধীনতা নিয়ে সোচ্চার ছিলেন তিনি। এর আগেও ফারেজকে হুমকি দেয়া হয়। জানা গেছে, রাস্তায় গাড়ী চালাচ্ছিলেন ফারেজ। এ সময় পরপর তিনটি গুলি এসে লাগে তার শরীরে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
– চ্যানেল 24