প্রথম ও দ্বিতীয় শ্রেণীসহ সরকারি চাকুরিতে সকল নিয়োগে আদিবাসীদের জন্য ৫% কোটা বহাল রাখার দাবিতে দেশব্যাপী সড়ক মহাসড়কের অবরোধের ঢাক দিয়েছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ ।
মঙ্গলবার কোটার দাবিতে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয় সংঠনটি সমন্বয়কক উইলিয়াম নকরেক। তিনি বলেন, পার্বত্যঞ্চলে প্রায় ৫০টি জাতিগোষ্ঠীর ৩০ লাখের অধিক আদিবাসী বিভিন্ন বঞ্চনা ও শোষণের শিকার। কোটা বাতিলের ফলে আদিবাসী জনগোষ্ঠী পিছিয়ে পরবে। তাদের কে মূলধারার সাথে সম্পৃক্ত করা যাবে না। অবিলম্বে মন্ত্রী পরিষদ সচিবের সুপারিশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় আদিবাসী কোটা সংরক্ষকণ পরিষদের ঘোষিত কর্মসূচি সারাদেশব্যাপী বিস্তুৃত আন্দোলনে রুপ ধারণ করবে।
এসময় আদিবাসীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংহতি জানায়।