গণমাধ্যম ডেস্ক: আবারও ‘বিগ বস’র মঞ্চে সঞ্চালকের ভূমিকায় আসছেন সালমান খান। জনপ্রিয় এই রিয়েলিটি শো’র ১২তম আসরের এক ঝলক মুক্তি দিয়েছে কালার্স ইন্ডিয়া চ্যানেল কর্তৃপক্ষ। জানা গেছে, নানা চমকে ভরপুর থাকবে এবারের ‘বিগ বস’। যেখানে প্রেমিক-প্রেমিকা জুটিদের অংশগ্রহণে হবে পুরো আয়োজন। সাথে অতিথির চমকের তালিকায় থাকছে পর্ণস্টার শান্তি ডায়না মাইট।