রাষ্ট্রীয় বৈরিতার কারণে এখন আর ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ খুব একটা দেখা যায় না। অথচ এ দুই দলের লড়াই মানেই রুদ্ধশ্বাস লড়াই। ১৯ সেপ্টেম্বর এশিয়া কাপে দীর্ঘ দিন পর মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি নিয়ে এরই মধ্যে নিজেদের প্রস্তুতির কথা জানালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। রোববার লাহোরে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ভারতের বিপক্ষে খেলতে প্রস্তুত তার দল।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের (এশিয়া কাপ) জন্য পুরোপুরি তৈরি। ভারতের বিপক্ষের ম্যাচ নিয়েও আমাদের প্রস্তুতি আছে। আমরা আমাদের সেরাটাই দেবো। ভারতের বিপক্ষের ম্যাচ সবসময়ই বড় কিছু। কিন্তু আমরা তার জন্য তৈরি।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালে। ওই ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। সেবার শিরোপাও জিতেছিল তারা। সেই জয়ের কথা উল্লেখ করে সরফরাজ আরো বলেছেন, ‘মোমেন্টামটাই মূল বিষয় এবং আমাদের মনোবল অনেক উঁচুতে আছে। আশা করি, আসন্ন টুর্নামেন্টে সেরা পারফরম্যান্সটাই করতে পারবো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছি আমরা। তারপর ট্রফিও জিতেছি। কিন্তু এটা দেড় বছর আগের বিষয়। এটা নতুন খেলা। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।’ পরিবর্তনডটকম