হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসেবে আমি জানি কি করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেব না। বললেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতে হজ নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, হজযাত্রা নিয়ে কোনও কথা হোক, তা আমরা চাই না। এটা হতে দেবে না। আবদুল্লাহ বলেন, অতীতের সব বছরের চেয়ে এবার হজের ব্যবস্থাপনা ভালো করতেই হবে। হজ নিয়ে ভবিষ্যতে যেন আর অভিযোগ না উঠে সেসব ব্যবস্থা আমি নিশ্চিত করবো।শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সেগুলোর কাজ অব্যাহত রাখা হবে।ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে আজ প্রথম কর্ম দিবসে সচিবালয়ে নিজ দপ্তরের দায়িত্ব নেন তিনি। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীদের মতবিনিমিয় করেন। সূত্র: আরটিভি