গণমাধ্যম ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর আরও একবার জাতীয় দল থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির নির্ভরযোগ্য ও বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসি।
জানা যায়, চলতি বছর মেসি ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন না। ফিরতে পারেন সামনের বছর। কেননা বিশ্বকাপ শেষে নাকি ভীষণ চাপের মধ্যে সময় যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার ওপর।
যেখানে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আর বিশ্বকাপের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ।
তবে মেসি অবশ্য রাশিয়ার আসরের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপ জিততে না পারলেও তিনি অবসর নেবেন না। এমন সিদ্ধান্ত নিলে তরুণ প্রজন্মকে খারাপ বার্তা দেয়া হবে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০১৯ কোপা আমেরিকার আগ পর্যন্ত মেসিকে আর আর্জেন্টিনা দলে দেখা না যাবার সম্ভাবনা বেশি। আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।পরের মাসে সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতেও মেসি থাকবেন না।
২০০৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মেসির। যেখানে এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে রেকর্ড ৬৫টি গোল করেছেন তিনি। খেলেছেন চারটি বিশ্বকাপ। তবে ২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরেই হয়তো নতুন পরিকল্পনা করছেন তিনি।