কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া আবারো একসঙ্গে গান করলেন। তাদের নতুন গানের শিরোনাম ‘এলোমেলো জীবন’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। অন্যবারের মতো এবারো দর্শক-শ্রোতা গানের সঙ্গে আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফর্ম্যান্স দেখতে পাবেন।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, কর্নিয়ার সঙ্গে জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক আমাদের দারুণ পছন্দ করেছেন। এবার আমরা নিয়ে আসছি ‘এলামেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান।
কর্নিয়া বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটি বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে ‘এলোমেলো জীবন’র ভিডিও প্রকাশ পাবে।
‘কি করে তোকে বোঝাই’ ছিলো আসিফ-কর্নিয়ার প্রথম গান। এরপর এই জুটি দর্শক-শ্রোতাদের বেশকিছু গান উপহার দেন। তারই ধারাবাহিকতায় আসছে এই জুটি নতুন চমক ‘এলোমেলো জীবন’।