সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরাও পাচ্ছেন গৃহঋণ। মাত্র পাঁচ শতাংশ সরল সুদের বিনিময়ে গৃহঋণ নিতে পারবেন শিক্ষক ও কর্মচারীরা।
এ ব্যাপারে সরকার এরইমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত পৃথক একটি নীতিমালা প্রণয়নের জন্য কাজ চলছে বলে জানা গেছে।
জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে উপসচিব তনিমা তাসনিম স্বাক্ষরিত এক আদেশে একথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে উল্লেখ করে পাঠানো আদেশটিতে বলা হয়, নীতিমালা প্রস্তুতের পর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পাঁচ শতাংশ সরল সুদে গৃহঋণ নিতে পারবেন।