প্রায় সাড়ে ২০কোটি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া। দেশটির রাজধানী জাকার্তা থেকে ৬০০ কিলোমিটার পূর্বে জাভা দ্বীপে নির্মিত হয়েছে জাহাজ সদৃশ একটি মসজিদ। যার নাম রাখা হয়েছে ‘সাফিনাতুন নিজাত’।
মসজিদটি একটি জাহাজের অনুরূপে বিশেষ স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। স্থানীয় জনগণের মধ্যে ‘কাপাল মসজিদ’ হিসেবে এই মসজিদটি প্রসিদ্ধ।
ইতোমধ্যে ‘সাফিনাতুন নিজাত’ মানুষের কাছে খুবই পরিচিত একটি মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেছে। জাভা দ্বীপে প্রাচীন কবর দেখে বোঝা যায় যে, সেখানে চতুর্থ শতাব্দিতে মুসলমানদের উপস্থিতি ছিল।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার মূল জনসংখ্যার ৮৬ শতাংশই মুসলমান।