গণমাধ্যম ডেস্কঃ র্পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারছেন না সুনীল গাভাস্কার
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নেবেন দেশটির সাবেক অলরাউন্ডার ইমরান খান। পাকিস্তানকে বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া অধিনায়ক এবার দেশের ভার নেবেন। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দেশের দায়িত্ব নেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন ইমরান। খেলোয়াড়ি জীবনের প্রতিদ্বন্দ্বী সুনীল গাভাস্কারকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার দাওয়াত দিয়েছিলেন ইমরান। কিন্তু ভারতীয় কিংবদন্তি ক্রিকেটীয় কারণেই নিমন্ত্রণটি রক্ষা করতে পারছেন না।
চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১৮ আগস্ট। ইমরানের দাওয়াত পাওয়ার আগেই নটিংহামের এই টেস্টে ধারাভাষ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন গাভাস্কার। ঠিক এ কারণেই খেলোয়াড়ি জীবনের চিরপ্রতিদ্বন্দ্বীর জীবনে নতুন ‘ইনিংস’ শুরুর সাক্ষী হিসেবে থাকতে পারছেন না সাবেক এ ওপেনার। ভারতীয় সংবাদমাধ্যমকে গাভাস্কার এর আগে বলেছিলেন, ‘এটা ১৫ আগস্ট হলে কোনো অবস্থাতেই যেতে পারব না। কারণ এদিন আমার মায়ের ৯৩তম জন্মদিন। এ ছাড়াও ভারতের স্বাধীনতা দিবস। আর সেদিন সন্ধ্যায় আমি ইংল্যান্ডে যাব বাকি তিন টেস্টে ধারাভাষ্য দেওয়ার জন্য।’এর আগে পাকিস্তানে সাধারণ নির্বাচনে জয়ী হয় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মজার ব্যাপার, ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যদ্বাণী কোনো রাজনৈতিক বিশ্লেষক কিংবা সংবাদমাধ্যম করেনি। প্রথম এই ভবিষ্যদ্বাণী করার কৃতিত্ব সুনীল গাভাস্কারের। একসময়ের প্রতিদ্বন্দ্বী যে পাকিস্তানের দায়িত্ব নিতে পারেন, সেটা গাভাস্কার আন্দাজ করেছিলেন ২০১২ সালেই!