ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি একথা জানান। তিনি বলেন, এমাসেই নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মিলনে অনুষ্ঠিতব্য বৈঠকে ইরানের ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বিষয়ে আলোচনা হবে।
হ্যালি জানান, বৈঠকটি মার্কিন প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সেখানে ইরানের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হবে। একইসাথে, সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টিতেও দেশটির ভূমিকার ওপর আলোচনা করবেন ট্রাম্প।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ক্রমাগত নিরাপত্তা পরিষদকে ইরানকে ডেকে পাঠাতে চাপ প্রয়োগ করে চলেছে। নিকি হ্যালিও ইরানকে সিরিয়া ও ইয়েমেন যুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগ এনে আক্রমাণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন।
কূটনীতিকরা মনে করেন, জাতিসংঘের সাধারণসভার সর্বোচ্চ পর্যায়ের বিশ্বনেতাদের উপস্থিতিতে সপ্তাহব্যাপী সম্মিলনে আগামী ২৬ সেপ্টেম্বর ইরান তাদের বক্তব্য প্রকাশের জন্য আবেদন জানাতে পারবে। তবে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ২৫ সেপ্টেম্বর সভায় তাদের বক্তব্য পেশ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে, নিকি হ্যালি বলেন, ইরানের বক্তব্যপ্রকাশে কোনও বাধা দেবে না যুক্তরাষ্ট্র। রয়টার্স