আর তাই সারাদেশে বন্ধ থাকা শতাধিক সিনেমা হলে ‘ক্যাপ্টেন খান’ দেখানোর জন্য তালা খুলছে। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির প্রযোজনা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
এর মধ্যে ‘ক্যাপ্টেন খান’-এর পোস্টার, টিজার ও গান প্রকাশ পেয়েছে। সেগুলো দারুণ জনপ্রিয়তা পাওয়ায় নড়েচড়ে বসেছেন সবাই।
এ নিয়ে সেলিম খান বলেন, ২০০ সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলাম ‘ক্যাপ্টেন খান’। কিন্তু মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই হল মালিকদের চাহিদা বাড়ছে। বন্ধ থাকা হল মালিকরাও আসছেন। তাদের চাহিদার কারণে এখন ২৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে হচ্ছে!
সেলিম খান বলেন, ‘ক্যাপ্টেন খান’-এর জন্য ঈদে শতাধিক বন্ধ সিনেমা হল আবার চালু হচ্ছে বলে জেনেছি৷ প্রতিটি হলে হাই রেন্টালে ছবি দিচ্ছি। শাপলা মিডিয়া এখনো পর্যন্ত যতগুলো ছবি মুক্তি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ‘ক্যাপ্টেন খান’ ছবির।
এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাথে কথা বলে জানা গেছে, সারাবছর বন্ধ থাকলেও ঈদ মৌসুমে অনেকগুলো বন্ধ হল চালু হয়। এবার যেসব সিনেমা হল খুলছে সেগুলোতে শাকিব খানের ছবি ‘ক্যাপ্টেন খান’ প্রদর্শিত হবে।
‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিবের নায়িকা বুবলী। আরো আছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমূখ।