রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় উন্নয়ন মেলায় পাওয়া যাচ্ছে পাসপোর্ট। যারা জরুরি পাসপোর্ট তৈরি ও রি-ইস্যু করতে চান, তাদের মাত্র ৬ ঘণ্টায় দেওয়া হচ্ছে পাসপোর্ট ডেলিভারি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে শুরু হওয়া বিশেষ এই সেবা আগামী শনিবার (৬ অক্টোবর) পর্যন্ত পাওয়া যাবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, যেসব নাগরিক জরুরি পাসপোর্ট তৈরি ও রি-ইস্যু করতে চান, তারা মেলা উপলক্ষে এ সেবা নিতে পারবেন।যারা প্রতিদিন দুপুর ১২টার মধ্যে (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জমা দিবেন তাদের সন্ধ্যা ৬টায় পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।আর যারা ১২টার পরে টাকা জমা দিলে পরদিন দুপুর ১২টার মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন মেলা উপলক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের স্টলে বিশেষ সেবা গ্রহীতারা ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা জমা দিতে পারবেন। ফরম সম্পন্ন করে টাকা জমা দিতে হবে। তাহলে ৬ ঘণ্টায় পাসপোর্ট পাওয়া যাবে।
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠান ৩৩০টি স্টল দিয়েছে।