ফেনী সদরে বাসের ধাক্কায় একটি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সংঘর্ষের মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল।
প্রত্যেক্ষদর্শী ইউনিক পরিবহনের যাত্রী সুলতান মাহমুদ জানান, বিকেল সোয়া ৫ টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল এসময় হঠাৎ উল্টোপথে একটি অটোরিকশা চলে আসায় বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনা স্থলেই অটোরিকশার তিনজন যাত্রীর মৃত্যূ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. নাসিম (২৬), অটোরিকশার যাত্রী সাহাদত হোসেন (২৬), নাসিমা বেগম (৪৫), সালমা আক্তার (১৮) ও দেলোয়ার হোসেন (১৯)। নিহত অপর একজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত ও আহত সবাই লেমুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
প্রত্যেক্ষদর্শী আরো বলেন, দূর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণ বাস চলাচল বন্ধ হয়ে যায়। এসময়
জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ আর এ্যম্বুলেন্স এসে উদ্ধার কাজ শুরু করে ।
এদিকে, মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল বলেন, বিকাল সোয়া ৫টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। ওসি আওয়াল বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।