হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক হাজার পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ নভেম্বর) বিকালে কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট থেকে ইয়াবাসহ যাত্রী রুবেল সরদারকে আটক করে পুলিশ। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) অতিরিক্তপুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটের
দিকে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় আসেন মো. রুবেল সরদার। অভ্যন্তরীণ টার্মিনালে আসার পর বেল্ট হতে মালামাল সংগ্রহ করে বের হওয়ার সময় সিভিল টিম গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করে, তার কাছে ১০০০ পিস ইয়াবা রয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চ্যানেল 24