রাজধানীর ঢাকার সাথে দূরত্ব কমাতে চালু হচ্ছে মতলব সেতু। সেতুটি চালু হলে মাত্র ৩ ঘণ্টা মধ্যে রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে। কিন্ত এক বছরেও মূল সেতুর ২০ ভাগ কাজ এখনো শেষ হয়নি।
রাজধানীর সাথে যোগাযোগ বাড়াতে নদী পাড়াপাড়েও ঝামেলা এড়াতে ২০১৫ সালে শুরু হয় মতলব সেতুর নির্মাণ কাজ। মতলব ফেরিঘাটের অদূরেও ৩০৫ মিটার এই সেতু কাজ শেষ হওয়ার কথা ছিল। গত বছরের ৩০ জুন সেতুটির কাজ না শেষ হওয়াতে ভোগান্তির শেষ নেই। এলাকার মানুষের মতে এই সেতুর কাজ দ্রুত করার দরকার এবং ফেরির জন অনেক সময় বসে থাকতে হয় তারা দ্রুত ঢাকা যেতে পারবে তারা
ভোক্তভুগী সাধারণ মানুষ বলছে, সেতুটা নির্মাণ কাজ দ্রুত শেষ হলে ঢাকা যেতে যে অনেক সময় লাগছে সেটা হবে না। সেতুটি চালু হলে শুধু চাদঁপুরবাসী নয় আশেপাশের সকল এলাকার মানুষেরও কষ্ট কমবে এবং মানুষ ঢাকা যেতে সুবিধা হবে ।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, আশা করছি আগামী দুই মাসের মধ্যে সেতুটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। আর তখন মানুষের যাতায়াতে যে দুর্ভোগ হচ্ছে তা কমে যাবে। সূত্র: ডিবিসি নিউজ