উত্তর কেরিয়ার নেতা কিম জং-উন এ বছরেই রাশিয়া সফর করতে পারেন। রুশ মুখপাত্র ভ্যালেন্টিনা মেতভিয়েনকো বলেছেন, কিমের রুশ সফর নির্ভর করছে প্রেসিডেন্ট ভøাদিমির কখন তাকে সময় দিতে পারবেন তার ওপর এবং সে অনুযায়ী এ সফরসূচি নির্ধারিত হবে। তবে রাশিয়ায় কিমের সফর খুব একটা বিলম্ব হবে না, এ বছর শেষ হওয়ার আগেই কিম রাশিয়া সফর করবে বলেও জানান ভ্যালেন্টিনা। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং’এ ভ্যালেন্টিনা সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। স্পুটনিক
এর আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিমকে টেলিগ্রামে অভিনন্দন জানান। পুতিন আগেই ঘোষণা দিয়েছেন রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে তৈরি। গত জুনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছে রাশিয়া সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।