শ্রীলঙ্কাকে বিদায় ঘটিয়ে এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। নিয়ম রক্ষা করতে গ্রুপের শেষ ম্যাচে আজ আবুধাবির মাঠে মুখোমুখি হয়েছে দল দুটি। ম্যাচে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান দল। যার ফলে বল হাতে মোকাবেল করতে হচ্ছে মাশরাফি বিন মর্তুজাদের।
আজকের ম্যাচে দুই অভিষেকের পাশাপাশি এসেছে তিনটি পরিবর্তন। ওপেনার নাজমুল হাসান শান্ত’র পাশাপাশি ওয়ানডে ক্যাপ পরলেন বাহাতি পেসার আবু হায়দার রনি। আর অভিষেকের প্রথম ওভারেই আফগানিস্তানের এহসানুল্লাহকে ফিরিয়ে দেন এ পেসার। এরপর দলীয় ষষ্ঠ ও ব্যক্তিগত তৃতীয় ওভারে আবারো উইকেট শিকার করেন উদীয়মান এ পেসার।
প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর- ৬ ওভারে ২ উইকেটে ২৮ রান। আফগানিস্তান থেকে ফিরে গেছেন এহসানুল্লাহ ও রহমত শাহ।
আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের উইকেটে পেছন সামলাচ্ছেন লিটন দাস। আজকের ম্যাচে বিশ্রামে আছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তার জায়গায় আজ খেলবেন টেস্ট স্পেসালিস্ট হিসেবে খ্যাত মুমিনুল হক।