কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, কথায় অাছে, “ঠেলার নাম বাবাজি”! এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দাবি আদায়ে রাজপথে নেমে ঠেলা দিবেন নাকি জুঁজুঁর ভয়ে চুপ করে থাকবেন। শনিবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন তিনি।
নুরু তার ফেসবুকে লিখেছেন, কথায় অাছে, “ঠেলার নাম বাবাজি”! নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা টানা রাজপথে থাকায় ১ সপ্তাহে আইন পাশ হয়। কোটা সংস্কার অান্দোলনকারীরা যখন ৮ থেকে ১১ ই এপ্রিল পর্যন্ত রাজপথে নেমে এসেছিল তখন সমস্যা সমাধানের জন্য উঠেপড়ে লেগেছিল। ৯ই এপ্রিল আলোচনার জন্য অনুরোধ করে সচিবালয়ে নেওয়া হয়, ১১ ই এপ্রিল সংসদে কোটা বাতিল ঘোষণা করা হয়।
কিন্তু যখনই ছাত্ররা অাশ্বাসে রাজপথ ছাড়ে তখনই শুরু হয় হয়রানি, হুমকি, মারধর, হামলা-মামলা। তাহলে বোঝা গেল ঠেলা দিলে কাজ হয়! এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দাবি আদায়ে রাজপথে নেমে ঠেলা দিবেন নাকি জুঁজুঁর ভয়ে চুপ করে থাকবেন।