গণমাধ্যম ডেস্কঃ আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে, জাতীয় প্রেসক্লাবের সামনে কাল সারা দেশে বিক্ষোভ করবেন, গণমাধ্যমকর্মীরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেয়, সাংবাদিক নিপীড়ন প্রতিবাদ কমিটি।
বক্তারা বলেন, ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন সাংবাদিকরা। তাদের ওপর হামলা কখনোই কাম্য নয়। তাই তথ্য সেবাদান কাজে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন, সাংবাদিক নেতারা। এর আগে, সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ‘আমরা সংবাদকর্মী’র ব্যানারে মানববন্ধন করেন, গণমাধ্যমকর্মীরা। বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলার বিচার না হলে, আরও বেপরোয়া হয়ে উঠবে দুর্বৃত্তরা। যাতে বাড়বে, সামাজিক সন্ত্রাস।