ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কোলাহোই হিমবাহ থেকে পিছলে বরফের গভীর ফাটলে পড়ে দুই পর্যটক মারা গেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় সেখানে আটকা পড়ে আছেন।
উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।
রাজ্য সরকার দেশটির বিমান বাহিনী ও সেনা বাহিনীর কাছে উদ্ধার অভিযানে সাহায্য করার আবেদন করেছে বলে জানায় এনডিটিভি।
কর্মকর্তারা জানান, অন্তত ১০ জন ট্রেকারের একটি দল কোলাহোই হিমবাহ থেকে ফিরছিলেন। পথে তাদের তিনজন বরফের ফাটলে পড়ে যান।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নাভিদ জিলানি এবং আদিল শাহ।
নাভিদ জম্মু ও কাশ্মিরের কর ও শুল্ক বিভাগের কর্মকর্তা এবং আদিল একটি ট্যুর ও ট্রাভল গ্রুপে কাজ করতেন।
পাঁচ কিলোমিটার লম্বা কোলাহোই হিমবাহ থেকেই কাশ্মিরের নদীগুলোতে পানি প্রবাহ হয়। ট্রেকারদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।