বিশ্বজিৎ দত্তঃ ইআরএফ নির্বাচনে অংশগ্রহণ করে ফেল করেছি। তবে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। যেমন ভোট চাওয়া হলো, ভিক্ষার মতো। ভিক্ষুকের যেমন অহং থাকে না। তেমনি প্রার্থীরও থাকেনা। তাই অহং মুক্তির জন্য নির্বাচন করা ভাল। যারা ভোট দেন তাদের মধ্যেও দান করার অংহ কাজ করে।আমি কিছু ভোটারদের মধ্যে এই অহং টের পেয়েছি। এটাও উপভোগ করেছি। আর যারা বিজয়ি হন তাদের হারানো অহংটা আবার ফিরে আসে কিনা আমার জানা নেই। যদি কখনো নির্বাচিত হই তবে সেটা অনুভব করতে পারবো । কিন্তু আমার মনে হয় না এটা আর করতে পারবো। কারণ এখানে যে ধরনের শারিরিক কষ্ট রয়েছে। এটা আর নিতে চাইনা। আপাতত অহংহীন জীবনেই থাকি। এই আনন্দে আজ অফিসে মিষ্টি খাইয়েছি। রবীঠাকুরের কথা “জীবনের ধন কিছুই যাবে না ফেলা।
বিশ্বজিৎ দত্ত
নিবার্হী সম্পাদক, আমাদের অর্থনীতি
(ফেসবুক থেকে নেওয়া)