মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসার পথে বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ খান পারভেজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
আজ এক বিবৃতিতে তারা বলেন, অবৈধ সরকার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাৎ করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নানা ধরণের দমনমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আবারও একদলীয় নির্বাচনের অভিলাশে ছাত্রদল নেতা-কর্মীদেরকে বেপরোয়াভাবে দমন করতে গিয়ে নিষ্ঠুর আক্রমন চালিয়ে সরকার বিরোধীদের নৃশংসভাবে হত্যা, জখম, হামলা এবং নির্বিচারে গ্রেফতার করছে।
নেতারা বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ খান পারভেজ দীর্ঘদিন ধরে অসুস্থ, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোন কারণ ছাড়াই তাকে গ্রেফতার করেছে। অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা বিরোধীদল বিনাশী কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের দলবাজি ও দুর্বৃত্তপনার বিরুদ্ধে জনগনের অভ্যুত্থান এখন চূড়ান্ত রুপ নিচ্ছে।
তারা অবিলম্বে সারাদেশে গণ গ্রেফতার বন্ধের দাবি জানিয়ে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।