সরকারী চাকরিতে কোটা বাতিল হলেও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে আলাদা নিতিমালা প্রণয়ন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার(৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক এলাকায় যারা প্রতিবন্ধী। তাদের এক সময় অবহেলা করা হতো। যাদেরকে অনেক সময় মানুষ দূর দূর ছাই ছাই করতো। যাদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হতো না। আমরা যেন তাদের অবহেলা না করি। সমাজের অংশ হিসেবে আমরা পাই। মানুষ হিসেবে তাদের অধিকার যেন আমরা দিতে পারি। কিছুক্ষণ আগেই দেখেছেন আমাদের এক বোন যার দুই হাত না থাকা স্বত্বেও পা দিয়ে চমৎকার একটা নৌকা তৈরি করে আমাকে উপহার দিয়েছে। তার দুইটি হাত না থাকার পরেও মেধা ও শক্তি দিয়ে দুই পা ব্যবহার করে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। কাজেই আমি মনে করি তাকে অবহেলার করার সুযোগ নাই। এখানে যে প্রতিপাদ্য বিষয় সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধীদের ক্ষমতায়ন। কাজেই এই অভিন্ন যাত্রায় আমাদের প্রতিবন্ধীদের সামিল করতে পারি সেটাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। স্বাভাবিক ভাবেই কিছুদিন পর পর আন্দোলন হয়। সেই জন্যে আমরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছি এটা ঠিক।তবে একটা নিতিমালা তৈরি করছি যাতে প্রতিবন্ধী , ক্ষুদ্র নৃগোষ্ঠী অনগ্রসর জাতি তাদের সবার অধিকার থাকবে। তারা যেন যথাযথ ভাবে চাকরি পায়। চাকুরীতে তাদের যেন অধিকার থাকে সেই ব্যবস্থা নীতিমালায় অবশ্যই থাকবে।’ সময় নিউজ