এখন পর্যন্ত ইউটিউবে বাংলাদেশি গানের ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ আরমান আলিফের ‘অপরাধী’র। ১৫ কোটিরও বেশি ভিউ পেয়ে গানটি রেকর্ড গড়েছে।তরুণ এই গায়ক ‘অপরাধী’র পর বেশ কয়েকটি নতুন গান প্রকাশ করেছেন। এরমধ্যে একটি হচ্ছে ‘বেঈমান’। গত ১৮ আগস্ট সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছে এই গানটির ভিডিও।
প্রকাশের মাত্র ১৯ দিনের মাথায় ‘বেঈমান’ এক কোটি ভিউ পার করেছে। খুব কম সময় গানটি এতো ভিউ পেলো। বিষয়টি জানিয়েছেন ভিডিওটির নির্মাতা সৈকত নাসির।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুর আরমানের নিজের। এর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওতে মডেল হয়েছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা।
**’বেঈমান’র ভিডিও