শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্যান্সার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছে। আবিস্কৃত পদ্ধতিটি শুধুমাত্র ক্যান্সার নয় বরং যেকোনো রোগের ক্ষেত্রেই প্রয়োগ করা সম্ভব বলে দাবি করেছে গবেষকবৃন্দ।
বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগে উপ-প্রকল্পের আওতায় ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক নন লিনিয়ার অপটিক্স গবেষণায় ক্যান্সার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করা হয়।
এই পদ্ধতিেিত একজন রোগীর দেহে কোনো ধরনের যন্ত্র প্রবেশ না করিয়ে প্রচলিত পদ্ধতির বাইরে নতুন একটি পদ্ধতিতে রক্ত পরীক্ষা করে সম্ভাব্য ক্যান্সারের ভাবিষ্যৎবাণী করার সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এটির বিশ্বের প্রথম সাশ্রয়ী এবং কম সময়ে ক্যান্সার শনাক্তকরণের প্রযুক্তি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান আব্দুল মানান, শাবিপ্রবির ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. ইয়াসমিন প্রমূখ।