কৃষ্ণসাগরে কার্চ প্রণালিতে দুটি জাহাজে অগ্নিকা-ের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ইউক্রেন থেকে দখল করে নেয়া রাশিয়ার ক্রিমিয়া উপকূলেই ঘটেছে এবং এতে আরো ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। গার্ডিয়ান
তানজানিয়ার পতাকাবাহী জাহাজগুলোতে মোট ৩১ ক্রু ছিলো। তাদের ১৬ জন তুর্কি এবং বাকি ১৫ জন ভারতীয় নাগরিক। দুঘর্টনার সময় ক্রু সদস্যদের জাহাজ থেকে পানিতে লাফিয়ে পড়তে দেখা গেছে। এখন পর্যন্ত ৭ জন নিখোঁজ রয়েছে এবং তাদের খোঁজে অনুসন্ধান চলছে বলে সোমবার এক বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়।
কৃষ্ণসগর থেকে জাহাজগুলো আজভ সাগরে প্রবেশ করতে গিয়ে এক জাহাজ থেকে অন্যটিতে জ্বালানি স্থানান্তরের সময় দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি ইউক্রেন ও রুশ বন্দর থাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকারী পাঠানো সম্ভব হয়েছে বলে রাশিয়ার সমুদ্র ও নদী পরিবহন সংস্থা জানিয়েছে।