বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলেছিলেন মেসুত ওয়েজিল। এ নিয়ে শিকার হয়েছেন বর্ণবাদী আচরণের। বিশ্বকাপ ব্যর্থতার পর মাত্রাটা বেড়েছে আরো। এমনকি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারাও আঙুল তুলে বিশ্বকাপ ব্যর্থতার দায় দিয়েছেন তাঁর কাঁধে। তাই ক্ষোভে অবসর নিয়ে ফেলেছেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা তুর্কি বংশোদ্ভূত এই তারকা। ‘জেতার পর সবাই আমাদের জার্মান বলে, হারলেই হয়ে যাই অনুপ্রবেশকারী। বারবার শুনতে হয়েছে এ রকম কথা।’ মার্কা