বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত অইনজীবীকে অাগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ অালীর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন খন্দকার মাহবুব হোসেন, অাব্দুর রেজাক খান। নিতাই রায় চৌধুরী, অামীনুল হক, তৈমুর অালম খন্দকার ও সানাউল্লাহ মিয়া।
পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়।