বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং মামলার বিষয়ে প্রধান বিচাররপতির সঙ্গে কথা বলবেন বারের সভাপতি।
অাজ রোববার দুপুর ১টার পর বারের সভাপতি ও খালেদা জিয়ার অাইনজীবী জয়নুল অাবেদীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রধান বিচারপতির পরামর্শ চাইবেন এ অাইনজীবী।
কারাগারের ভেতর অাদালত বসানোয় প্রধান বিচারপতির কাছে নালিশ জানিয়েছেন খালেদা জিয়ার অাইনজীবীরা।
প্রধান বিচারপতির খাস কামড়ায় বৈঠকে এ নালিশ জানান তারা। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকির, এজে মোহাম্মদ অালী, জয়নুল অাবেদীন ও মাহবুব উদ্দিন খোকনসহ অারও অনেকে।
দুপুর ১ টা ২০ থেকে ১ টা ৫০ পর্যন্ত তারা সাক্ষাৎ শেষে খাস কামড়া থেকে বের হয়ে অাসেন।
পরে অ্যাডভোকেট জয়নুল অাবেদীন সাংবাদিকদের বলেন, অামরা চিকিৎসা ও কারাগারে অাদালত স্থানান্তরের বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছি। তিনি অামাদের কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং দেখবেন বলে অাশ্বাস দিয়েছেন।