কারাবন্দি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সম্প্রতি একটি গানের সিডির প্রকাশ করেছে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ সংগঠনটি।
বিল্লাল হোসেনের কথা ও সুরে জাতির মা, স্বাধীনতার ঘোষক, ২৬ মার্চ, ৭১’র ইতিহাস, বাধো বাধো ঐক্যে বাধো শিরোনামে প্রকাশিত গান গুলোতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ভুবন।
সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, ২০১৫ সালের দিকে আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী দ্বারা হত্যা-হামলা, মিথ্যা মামলা অত্যাচার, নিপীড়ন এবং খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এখানে প্রকাশ করা হয়ে। এই গানগুলো দেশবাসীকে উজ্জীবিত করবে বলে আমি মনে করি।