বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবিতে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ এর উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে আইনজীবীদের মহাসমাবেশ শুরু হয়েছে।
উক্ত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্ট এর নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সিনিয়র আইনজীবীসহ অন্যান্য জাতীয় নেতারা এতে বক্তব্য রাখবেন।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ এর আহ্বায়ক জয়নুল আবেদীন এবং সঞ্চালনায় রয়েছেন সদস্য সচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি থেকে আইনজীবী নেতারা সুপ্রিম কোর্টে আসতে থাকেন।