ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, মানুষ সৎ ও অসৎ দুই উদ্দেশেই তার প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। দু’পক্ষই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তোলে এমন মন্তব্য করে জাকারবার্গ বলেন, গণতন্ত্র রক্ষার নামেও ফেসবুককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘একই দেশে মানুষ সরকারের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করছে আবার সরকার তার নাগরিকদের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করছে কিন্তু দু’পক্ষই গণতন্ত্রের দোহাই দেয়।’
জাকারবার্গ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘যখন আপনি নতুন কিছু নির্মাণ করবেন আর তা কোটি কোটি মানুষের সাথে সম্পৃক্ত হবে তখন তার ব্যবহারের মাত্রার সাথে সাথে এর ক্ষেত্র বা পরিধি বেড়ে যাবে। মানুষ এ ধরনের উদ্ভাবন থেকে উপকৃত হয় এবং উন্নতির কাজে ব্যবহার করে। আবার কিছু মানুষ তা অসৎ কাজেও ব্যবহার করে। তবে আমরা সর্বাস্থায় ভাল কাজকে প্রশস্ত করতে উদ্বুদ্ধ করি আর মন্দ কাজকে প্রশমিত করতে চেষ্টা করি। আরটি