চাঁদপুরের মতলবের মেহেদী হাসান। পেশায় মাছ ব্যবসায়ী। কোরবানির পশু জবাই করতে গিয়ে ডান হাতের রগ কেটে গেছে। বাম হাতের কনুইয়ের মাংস ওঠে গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন তিনি।
বুধবার (২২ আগস্ট) ঢামেকের জরুরি বিভাগ থেকে জানা গেছে ৮০ জন আহত হয়েছেন। যারা মূলত গরু জবাইয়ের ক্ষেত্রে অপেশাদার। অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে। কিছু রোগীর গরুর লাথিতে হাড় ভেঙে গেছে।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম আরফ বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গরু জবাই করতে গিয়ে যারা আহত হন, তারা সবাই অপেশাদার। অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে। আবার গরুর লাথি খেয়ে অনেকের হাড় ভেঙে গেছে। এসব রোগীকে নিটোরে পাঠিয়েছি। ছুরিতে যাদের হাত-পা কেটেছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
-বাংলানিউজ