আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’। দেশের একটি চর ও সেখানকার মানুষের চালচিত্র নিয়ে লেখা উপন্যাস এটি। এই উপন্যাস অবলম্বনে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করছেন ‘গাঙচিল’।
এর আগে এই সিনেমায় চক্তিবদ্ধ হয়েছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। সিনেমাটি আজ যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ।
ছবিতে ঋতুপর্ণার কাজ করার বিষয়ে নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন,‘ছবির গল্পের প্রয়োজনে তাকে নেওয়া হয়েছে। তিনি ছবির গল্প পছন্দ করেছেন। তিনি এই ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করায় আমরা তাকে চুক্তিবদ্ধ করিয়েছি।
কোন চরিত্রে অভিনয় করবেন তিনি এমন প্রশ্নের উত্তরে নঈম বলেন, ছবির গল্পের বিষয়ে এখনে কিছু জানাতে চাচ্ছি না। আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। এতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন।