সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন বলে গুঞ্জন চললেও কলকাতার এই অভিনেত্রী এখনও আছেন দ্বিধার মধ্যে।
ঋতুপর্ণা বলেন, গাঙচিলের জন্য চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তিনি।
তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বড়পর্দার দুই অভিনয়শিল্পী পূর্ণিমা ও ফেরদৌস।
এ সিনেমায় একটি অতিথি চরিত্রে ঋতুপর্ণার অভিনয়ের সম্ভাবনার খবর দিয়েছিলেন নির্মাতা। এর আগে নঈম নেয়ামুলের ‘এক কাপ চা’ চলচ্চিত্রে কাজ করেছিলেন কলকাতার এ অভিনেত্রী।
ঋতুপর্ণা বলেন, নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে বেশ আগে পরিচালকের সঙ্গে তার কথা হয়েছিল। তবে কিছুই চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে ভাবলেও এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।
নঈম নেয়ামুল জানান, নভেম্বরের মধ্যেই গাঙচিলের শুটিং শুরু করতে চান তিনি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।
এর বাইরে ‘জ্যাম’ নামে আরেকটি চলচ্চিত্রে ঋতুপর্ণার কাজ করার কথা বলেছিলেন নঈম নেয়ামুল।
তিনি বলেছিলেন, চিত্রনাট্য ঋতুপর্ণা পছন্দ করেছেন। এ সিনেমায় তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।
তবে ঋতুপর্ণা বলেছেন, জ্যামের জন্যও এখনো চুক্তিবদ্ধ হননি তিনি। তবে চিত্রনাট্য পড়েছেন। কাজ করার ‘প্রবল সম্ভাবনাও’আছে।
“উনাকে বলেছি, আরেকবার চিত্রনাট্যটা পড়ে শোনাতে হবে। চিত্রনাট্যটা এখনও রেডি হয়নি পুরোটা; আবার পড়ে আমার সিদ্ধান্ত জানাব।”
নির্মাতা জানান, আগামী অক্টোবর থেকে ‘জ্যাম’-এর শুটিং শুরু করছেন তিনি।
প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এটি নির্মিত হচ্ছে প্রয়াতনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি ফিল্মসের ব্যানারে।