গাজীপুরে আগুন লেগে পুড়ে গেছে চারটি ঝুট কাপড়ের গুদাম। নগরীর কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আগের রাত ২টায় লাগা আগুন সোমবার সকাল ৭টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.জাকারিয়া খান বলেন, ইউনুছ আলীর ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের জাহাঙ্গীর আলম, নূর ইসলাম ও শাহ আলমের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে।
“স্থানীয়দের কাছে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালামালসহ চারটি ঝুট সম্পূর্ণ পুড়ে যায়।”
জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
– বিডিনিউজ