সালানা ব্রিজের দক্ষিণে `আমল এন্টারপ্রাইজে’ মঙ্গলবার ভোর ৩টার দিকে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একটি তুলার গুদাম পুড়ে গেছে; এ সময় আগুন নেভাতে গিয়ে গুদামের চার কর্মী আহত হয়েছেন।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.জাকারিয়া বলেন, মহিউদ্দিন এবং আব্দুল আলিমের মালিকানাধীন ওই তুলার গুদামে আগুন লাগার খবরে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।
“প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে তুলার গুদাম, মজুদ করা তুলা এবং অন্যান্য মালামাল পুড়ে যায়।”
পুরানো তুলা রিফাইনিং করার সময় মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।
– বিডিনিউজ