বাংলাদেশের বিস্ময় বালক ওয়াসিক ফারহান রূপকথার তৈরি দ্বিতীয় গেম ডিফেন্ড দ্য আর্থ প্রকাশের প্রথম মাসেই গুগল প্লে স্টোরে শীর্ষে চলে এসেছে। আর্কেড ঘরানার এই শ্যুটার গেমটি ইতিমধ্যেই ডাউনলোড হয়েছে প্রায় নয় হাজার। গেমটি রেকর্ড পরিমাণ ডাউনলোড হয়েছে ৩ সেপ্টেম্বর। একদিনে ডাউনলোড হয়েছে ৩ হাজারেরও বেশি।
খেলোয়াড়দের কাছ থেকে ৪.৮ রেটিং পেয়ে মঙ্গলবার পর্যন্ত ডাউনলোড হয়েছে ৮ হাজার ৭০০ বার। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে গেমটি ডাউনলোড হয়েছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকাতেও।
অপরদিকে গুগল প্লে স্টোরের এই তালিকায় দ্বিতীয় অবস্থানেও রয়েছে বিশ্বের সবচেয়ে কমবয়সী এই কম্পিউটার প্রোগ্রামারের প্রথম গেম স্পেস কলাইডার।
কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শৈশব থেকে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে এসেছে ওয়াসিক ফারহান রূপকথা। বর্তমানে সে ইউনিটি প্ল্যাটফর্মে একটি থার্ড পার্সন শ্যুটার গেম তৈরি করছে। সম্পাদনা : আহসান/মুসবা
ডিফেন্ড দ্য আর্থ এবং স্পেস কলাইডার গেম দুটি মোবাইলের পাশাপাশি পিসিতেও খেলা যায়। পিসি সংস্করণটি রয়েছে রূপকথা স্টুডিও ওয়েব সাইটে। ডাউনলোড ঠিকানা : https://roopkotha-studio.itch.io/defend-the-earth?