গণমাধ্যম ডেস্ক: নিরাপদ সড়কের আন্দোলনের সময় ফেইসবুকে ‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে ঢাকার ধানমণ্ডি এলাকার এক কফিশপ মালিককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার রাতে পশ্চিম ধানমণ্ডি এলাকা থেকে ফারিয়া মাহজাবিন (২৮) নামের ওই তরুণীকে তারা গ্রেপ্তার করেন।
মুফতি মাহমুদ খান বলেন, “ফারিয়া মাহজাবিন নার্ডি বিন কফি হাউজ নামে একটা কফিশপ চালান। তিনি লেখাপড়া করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে।”
ফারিয়ার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগের কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি র্যাব। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্যও জানা যায়নি।
র্যাব-২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আনেয়ার উজ জামান বলেন, “আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা করেছে। এসব মামলায় এর আগে মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ