গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আবু সাইদ তালুকদার (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের ওপর উল্টে গেলে বাসচাপায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ওই কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আবু সাইদের মরদেহটি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
-বাংলানিউজ