মবিনুর রহমান: বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে (বিএফইউজে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার রাতে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব সাবান মাহমুদ ও ডিইউজে সভাপতি আবু জাফর সূয্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক শোক বার্তায় বলেন, গোলাম সারওয়ার-এর মৃত্যু গণমাধ্যম জগতে এক গভীর শূণ্যতার সৃষ্টি করলো। একুশে পদক প্রাপ্ত এই সাংবাদিক সারা জীবন প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তাঁর সে লড়াই আমাদেরকে আজীবন প্রেরণা দেবে। গোলাম সারওয়ার-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি । তিনি জানান, বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে গোলাম সারওয়ার ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র । তিনি ছিলেন আমাদের পথদ্রষ্টা ও অভিভাবক। তার মৃত্যুতে আমাদের সাংবাদিক পরিবারের এক অপুরণীয় ক্ষতি হয়ে গেল। এই মৃত্যুকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।