গণমাধ্যম ডেস্ক: মরদেহ পৌঁছুবে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টায়। মরদেহ উত্তরার বাসভবনে পৌঁছেছে রাত ১১টায়। মরদেহ রাতে থাকবে বারডেম হাসপাতালের মরচুয়ারিতে। আজ বুধবার বরিশালের বানারীপাডায় নামাজে জানাজা এবং শ্রদ্ধা নিবেদন।
আগামী বৃহস্পতিবার সকাল ৯টায় সমকালে নামাজে জানাজা এবং শ্রদ্ধা নিবেদন। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা এবং শ্রদ্ধা নিবেদন। বাদ আছর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন।