গো হত্যার গুজবে রণক্ষেত্র ভারতের উত্তর প্রদেশর বুলন্দশহর। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ গেছে ২ জনের। এ ঘটনায় এরই মধ্য ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোট ৮৭ জনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দাখিল করেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট বলছে, বুলেটের আঘাতেই প্রাণ হারান পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার।
সোমবার, বুলন্দশহরের মাহু গ্রামের একটি মাঠে, ২৫ টি গরুর মাংস পড়ে থাকার গুজব রটে। এতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন, স্থানীয়রা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, ইনস্পেক্টার সুবোধ কুমারসহ পুলিশ সদস্যরা। তাদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা।
পুলিশি ভ্যানসহ ডজনখানেক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। ভাংচুর চালায় ফাড়িতেও। নিউজ24