বৃষ্টি আকতারঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
তারা শিক্ষার্থীদের জন্য চকলেট নিয়ে গিয়েছিলেন। ছাত্রলীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর কোনো ধরনের আঘাত হানা হবে না বলেও আশ্বস্ত করেছেন।
কয়েকটি স্থানে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নেতা-কর্মীদের চড়াও হওয়ার অভিযোগের প্রেক্ষাপটে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে যান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
তারা শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সহমত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও সরকার এই দাবিগুলো পূরণে কাজ করছেন।
সঞ্জিত বলেন, “প্রধানমন্ত্রী তোমাদের সব দাবি মেনে নিয়েছেন। তোমাদের দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।”
শিক্ষার্থীদের এখন ক্লাসরুমে ফিরে যাওয়ার অনুরোধ করেন সরকার সমর্থক সংগঠনটির এই দুই নেতা।
চকলেটের বিনিময়ে শিক্ষার্থীরা চিপস তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের হাতে
এসময় মিরপুর ও জিগাতলা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের নাম উঠে আসায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
তখন সঞ্জিত বলেন, “আমরা বল্লাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগকর্মী যদি আপনাদের উপর কোনো আঘাত হানে, তবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দেব।”
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের কেউ যেন হামলা না চালায়, সেই নির্দেশনা দিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান সঞ্জিত।
দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আন্দোলন করবে বলে তারা জানালে শিক্ষার্থীরা তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলনে যাবেন না।