চট্টগ্রামের বাকলিয়ায় বাস ও অটোরিকশার মুখেমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার আহাদ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল।
আর বাসটি যাচ্ছিল আনোয়ারার দিকে। দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই আহত হন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান। বাকলিয়ার ওসি জানান, ওই বাসের চালক ইয়াসিনকে পুলিশ আটক করেছে।
– বিডিনিউজ